স্বকীয় আবেশ ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

উত্তরঃ একটি মাত্র কুন্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে অথবা কোনো চৌম্বক ক্ষেত্রে কুন্ডলীর গতির ফলে কুন্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। এ পরিবর্তনের জন্য যে তড়িৎ চৌম্বক আবেশ ঘটে তাকে স্বকীয় আবেশ বলে। কোনো পরিবাহী কুন্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলো কুন্ডলীর বিভিন্ন পাকের সাথে জড়িয়ে পড়ে। ফলে চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হয়। কুন্ডলীর তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে চৌম্বক ফ্লাক্সেরও পরিবর্তন হয়। ফ্লাক্সের এ পরিবর্তনের কারণে কুন্ডলীতে একটি তড়িচ্চালক বল আবিষ্ট হয়। এই ঘটনাকেই স্বকীয় আবেশ বলা হয়।