ফ্যারাডের তড়িৎচৌম্বক আবেশের সূত্র দুটি বিবৃত কর।

 

 

 

 

 

 

 

উত্তরঃ প্রথম সূত্রঃ যখনই কোনো বদ্ধ কুন্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাস্কের(চৌম্বক ক্ষেত্র রেখা) পরিবর্তন ঘটে, তখনই কুন্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িচ্চালক শক্তি তথা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। যতক্ষণ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, আবিষ্ট তড়িচ্চালক শক্তি তথা তড়িৎ প্রবাহ ততক্ষণই স্থায়ী হয়।চৌম্বক ফ্লাক্সের বৃদ্ধিতে তড়িৎ প্রবাহ যেদিকে ঘটে, হ্রাস পেলে তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে ঘটে।দ্বিতীয় সূত্রঃ কোনো বদ্ধ কুন্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বলের মান ঐ কুন্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক।