ধারকের বেশি সমবায় কেন ব্যবহার করা হয়?ব্যাখ্যা কর।

 

 

 

 

 

উত্তরঃ আমরা জানি, ধারকের শ্রেণি সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের বিপরীত মান সবগুলো ধারকের ধারকত্বের বিপরীত মানের সমষ্টির সমান। অর্থাৎ শ্রেণি সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মান কম হয়। তাই আমরা বলতে পারি তুল্য ধারকত্বের মান কমানোর জন্য ধারকের শ্রেণি সমবায় ব্যবহার করা হয়।