ওয়েবার কী?

 

 

 

 

 

 

উত্তরঃ ওয়েবার হচ্ছে চৌম্বক ফ্লাক্সের একক। এক পাকের একটি কুন্ডলীর সাথে সংশ্লিষ্ট যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স এক সেকেন্ডে সুষমভাবে হ্রাস পেয়ে শূন্যতে নেমে আসলে ঐ কুন্ডলী এক ভোল্ট তড়িচ্চালক বল আবিষ্ট হয়, সে পরিমাণ চৌম্বক ফ্লাক্সই এক ওয়েবার বা সংক্ষেপে শুধু ওয়েবার।