লেনজ এর সূত্রের ভৌত তাৎপর্য লিখ।[ঢা.বো.-১৮, সি.বো.-১৮, দি.বো.-১৮]

 

 

 

 

 

 

 

উত্তরঃ কোনো দন্ড চুম্বককে কুন্ডলীর দিকে নিয়ে যাওয়ার সময় দুই সমমেরুর বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ বা গতিশক্তি প্রয়োগ করতে হয়। একইভাবে চুম্বকটি সরিয়ে নেওয়ার সময় দুই বিপরীত মেরুর আকর্ষণ বলের বিরুদ্ধেও কাজ বা গতি শক্তি প্রয়োগ করতে হয়। এ যান্ত্রিক শক্তিই তড়িৎ শক্তিতে রুপান্তরিত হয়ে কুন্ডলীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। এটি লেঞ্জের সূত্রের শক্তির নিত্যতা সূত্র। এটিই লেঞ্জের সূত্রের ভৌত তাৎর্পয।