ফ্যারাডের তাড়িত চৌম্বকীয় আবেশের প্রথম সূত্রটি লিখ।

 

 

 

 

 

 

 

উত্তরঃ ফ্যারাডের তাড়িত চৌম্বকীয় আবেশের প্রথম সূত্রটি হলো- যখনই কোনো বদ্ধ তার কুন্ডলীতে আবদ্ধ চৌম্বক আবেশ রেখার সংখ্যা বা চৌম্বকফ্লাস্ক এর পরিবর্তন ঘটে তখনই উক্ত কুন্ডলীতে একটি তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়।