কুন্ডলী ও চৌম্বক এর মধ্যে আপেক্ষিক গতি না থাকলে তড়িৎ চালক শক্তি উৎপন্ন হয় না কেন?

 

 

 

 

 

 

উত্তরঃ কুন্ডলী ও চৌম্বক এর মধ্যে আপেক্ষিক গতি না থাকলে তড়িৎ চালক শক্তি উৎপন্ন হয় না। ব্যাখ্যাঃ যখন কোনো বদ্ধ কুন্ডলীর মধ্যদিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই কুন্ডলীতে ক্ষণস্থায়ী তড়িচ্চালক শক্তি উৎপন্ন হয়। যতক্ষণ ফ্লাক্সের পরিবর্তন থাকে ততক্ষণই তড়িচ্চালক বল বিদ্যমান থাকে। যদি এদের মধ্যে আপেক্ষিক গতি না থাকে তবে ফ্লাক্সের পরিবর্তন হয় না। সে ক্ষেত্রে ফ্যারাডের ২য় সূত্র মতে,   অতএব,কুন্ডলী ও চৌম্বক এর মধ্যে আপেক্ষিক গতি না থাকলে তড়িৎ চালক শক্তি শূন্য।