ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম বলতে কী বুঝ?

 

 

 

 

 

 

উত্তরঃ একটি চৌম্বকক্ষেত্রে কোনো পরিবাহী গতিশীল হলে এতে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। ডানহাতের বৃদ্ধাঙ্গুলী, তর্জনী ও মাধ্যম পরস্পরের সাথে সমকোণে প্রসারিত করে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের অভিমুখ, বৃদ্ধাঙ্গুলী পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে মধ্যমা আবিষ্ট প্রবাহের অভিমুখ নির্দেশ করবে।