ফ্যারাডের সূত্র মতে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলতে কী বুঝ?

 

 

 

 

 

 

 

উত্তরঃ ফ্যারাডের সূত্র অনুসারে, পারস্পরিক আবেশের ক্ষেত্রে গৌণ কুন্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বল, বা  উপরোক্ত সমীকরণ মতে দুটি কুন্ডলীর মধ্যে একটির মধ্য দিয়ে প্রবাহমাত্রার পরিবর্তনের হার একক হলে দ্বিতীয় কুন্ডলীতে যে তড়িচ্চালক বলের উদ্ভব হয়, তার সংখ্যাগত মান কুন্ডলী দুটির পারস্পরিক আবেশ গুণাঙ্কের সমান।