ফ্যারাডের তড়িৎচৌম্বক আবেশের ২য় সূত্রটি ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

 

উত্তরঃ ফ্যারাডের তড়িৎচৌম্বক আবেশ সংক্রান্ত ২য় সূত্রটি হলো- কোনো বদ্ধ কুন্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তির মান ঐ কুন্ডলীর মধ্যদিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক।          যেখানে, = কুন্ডলীর পাকসংখ্যা এবং = চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার। এ সুত্র থেকে আবিষ্ট তড়িচ্চালক শক্তির দিক সম্পর্কে জানা যায়। এখানে, আবিষ্ট তড়িচ্চালক শক্তির দিক এমন হয় যে, তা সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকে বাধা দেয়।