ফ্যারডের তড়িৎ চুম্বকীয় আবেশের ১ম সূত্রটি ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

 

 

উত্তরঃ যখনই কোনো বদ্ধ কুন্ডলীতে চৌম্বক বলরেখার মোট সংখ্যা অথবা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই কুন্ডলীতে একটি আবিষ্ট বিদ্যুৎচালক বলের সৃষ্টি হয়। আবিষ্ট বিদ্যুৎচালক বলের জন্য সৃষ্ট আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের স্থায়িত্ব ততক্ষনই হবে যতক্ষন কুন্ডলীর ফ্লাক্স সংযুক্তির পরিবর্তন ঘটবে। ফাক্স সংযুক্তি বৃদ্ধিতে বিদ্যুৎ প্রবাহ যে দিকে ঘটে, ফ্লাক্স সংযুক্তি হ্রাসে প্রবাহের অভিমুখ ঠিক তার বিপরীত দিকে হয়।