ধারকত্ব বলতে কী বুঝায়? [রা.বো.-১৭]

 

 

 

 

 

 

 

উত্তরঃ কোনো ধারকের তড়িৎ বিভব এক একক বৃদ্ধি করতে এর মধ্যে যে পরিমাণ চার্জ প্রদান করতে হয়, তাকে ঐ ধারকের ধারকত্ব বলে। ধারকত্ব  তড়িৎ বিভব  এবং চার্জ  হলে এস আই পদ্ধতিতে ধারকত্বের একক হলো । অতএব, কোনো ধারকের বিভব এক ভোল্ট বৃদ্ধি করতে যদি  কুলম্ব চার্জের প্রয়োজন হয় তবে এর ধারকত্ব হবে .