দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আকৃতি গুণাঙ্কের মান নির্ণয় কর।

 

 

 

 

 

 

 

উত্তরঃ দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের গড় বর্গের বর্গমূল মান এবং গড়মানের অনুপাতকে আকৃতি গুণাঙ্ক বলে। আকৃতি গুণাঙ্ক=গড় বর্গের বর্গমূল মান বা আপাত মান/গড়মান=শীর্ষমান/শীর্ষমান = আকৃতি গুণাঙ্ক পরিবর্তী প্রবাহের আকার নির্দেশ করে। উল্লেখ্য যে আকৃতি গুণাঙ্কের এই  মান শুধুমাত্র সাইন ধর্মী ভোল্টেজ বা প্রবাহের ক্ষেত্রেই প্রযোজ্য।