তড়িৎ ক্ষেত্র বলতে কী বোঝ? [ঢা.বো.-১৮, সি.বো.-১৮, দি.বো.-১৮]

 

 

 

 

 

 

উত্তরঃ একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে অর্থাৎ অন্য কোনো আহিত বস্তু আনা হলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে সেই অঞ্চলকে ঐ আহিত বস্তুর তড়িৎক্ষেত্র বলে। ধরি,  একটি ধনাত্মক আধানে আহিত বস্তু। এখন আহিত বস্তুটি থেকে নির্দিষ্ট দুরত্ব  বিন্দুতে যদি একটি  আধানধারী ক্ষুদ্র বস্তু রাখা হয় তাহলে  বস্তুর আধানের জন্য  পরখ আধানটি একটি বল অনুভব করবে। এ থেকে বলা যায়,  বিন্দুতে একটি তড়িৎক্ষেত্রের জন্যই  আধানটি বল লাভ করে এবং এ তড়িৎক্ষেত্রের উৎস হচ্ছে আহিত বস্তু।