চৌম্বক ফ্লাস্ক একটি স্কেলার রাশি- ব্যাখ্যা কর। [রা.বো.-১৯]

 

 

 

 

 

 

 

উত্তরঃ আমরা জানি, দুটি ভেক্টরের স্কেলার গুণনে গুণফল একটি স্কেলার রাশি পাওয়া যায়। এখন, চৌম্বক ফ্লাক্স,  অর্থাৎ চৌম্বক ফ্লাক্স হচ্ছে চৌম্বকক্ষেত্র ভেক্টর এবং ক্ষেত্রফল ভেক্টরের স্কেলার গুণফল। অতএব, উপরোক্ত সম্পর্ক অনুসারে চৌম্বক ফ্লাস্ক একটি স্কেলার রাশি।