ময়মনসিংহ জেলা মুক্তা-গাছার মন্ডা এবং জাকির মিয়ার ‘টক মিষ্টি জিলাটি’ এর জন্য বিখ্যাত।
ময়মনসিংহ জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:
- আলেকজান্ডার ক্যাসেল
- শশী লজ
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
- বিপিন পার্ক
- ময়মনসিংহ জাদুঘর
- তেপান্তর ফ্লিম সিটি
- চীনা মাটির টিলা
- গারো পাহাড়
- কেল্লা তাজপুর
- ব্রক্ষপুত্র নদ
ময়মনসিংহ জেলাটি বাংলাদেশের মধ্যাঞ্চলের একটি অঞ্চল, এটি ময়মনসিংহ বিভাগের অন্তর্গত একটি জেলা। এ জেলার মোট আয়তন প্রায় ৪৩৬৩.৪৮ বর্গ কিমি। ময়মনসিংহ জেলাটির পশ্চিমে রয়েছে শেরপুর, জপমালপুর ও টাঙ্গাইল জেলা, পূর্বে অবস্থিত নেত্রকোন জেলা ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিনে রয়েছে গাজীপুর জেলা এবং এর উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য।
মোট ১৩টি উপজেলা নিয়ে এ জেলাটির প্রশাসনিক কার্যক্রম বিস্তৃত।