ব্রাহ্মণবাড়িয়া জেলা তালের বড়া, ছানামুখী, রসমালাই এর জন্য বিখ্যাত।
ব্রাহ্মণবাড়িয়া জেলার ১০টি বিখ্যাত স্থান:
- লোকনাথ দীঘি
- আখাউড়া স্থলবন্দর
- শহীদ স্মৃতিসৌধ
- আরিফাইল মসজিদ (সরাইল)
- তিতাস গ্যাসক্ষেত্র
- সৌধ হিরন্ময়
- হরিপুরের জমিদার বাড়ি
- বাসুদেব মূর্তি
- তোফায়েল আজম মনুমেন্ট
- কাইতলা জমিদার বাড়ি
ব্রাহ্মণবাড়িয়া জেলাটি ১৯৮৪ সালে আত্মপ্রকাশ করে এবং পূর্বে এটি কুমিল্লা জেলার একটি মহকুমা ছিল। এ জেলাটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। এ জেলার পশ্চিমে নারায়ণগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা, পূর্বে হবিগঞ্জ ও ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত, দক্ষিণে কুমিল্লা জেলা এবং উত্তরে অবস্থিত কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা।
১৯২৭.১১ বর্গ কিমি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলাটি বিস্তৃত। এ জেলাটি ৯টি উপজেলা ও ৯টি থানা নিয়ে গঠিত।