ঠাকুরগাঁও জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

 

ঠাকুরগাঁও জেলা সূর্যপুরী আমের জন্য বিখ্যাত।

ঠাকুরগাঁও জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. প্রাচীন রাজধানীর চিহ্ন নেকমরদ
  2. জামালপুর জামে মসজিদ
  3. ঢোলহাট মন্দির
  4. জগদল বিরেন্দ্রনাথ চৌধুরীর রাজবাড়ী
  5. অপরাজেয় ৭১ ভাস্কর্য
  6. হরিপুর রাজবাড়ী
  7. পীর শাহ নেকমরদের মাজার
  8. শালবাড়ি মসজিদ ও ইমামবাড়া
  9. কূপ ও শিলালিপি
  10. বাংলা গড়

ঠাকুরগাঁও জেলাটি রংপুর বিভাগের অন্তর্গত একটি জেলা, এটি আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। আয়তনের দিক দিয়ে এ জেলাটি প্রায় ১৮০৯.৫২ বর্গ কিমি। ঠাকুরগাঁও জেলাটির পশ্চিম দিকে অবস্থিত পশ্চিমবঙ্গ(ভারত), পূর্বে অবস্থিত দিনাজপুর জেলা, দক্ষিণ দিকে অবস্থিত দিনাজপুর ও পশ্চিমবঙ্গ(ভারত), উত্তর দিকে রয়েছে পঞ্চগড় জেলা।

মোট ৫টি উপজেলার স্বমনয়ে ঠাকুরগাঁও জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।