জামালপুর জেলা বুড়ির দোকানের রসমালাই, ছানার পোলাও এবং ছানার পায়েসের জন্য বিখ্যাত।
জামালপুর জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:
- হযরত শাহ জামাল (রহ.) মাজার
- হযরত শাহ কামাল (রহ.) মাজার
- মালঞ্চ মসজিদ
- পাঁচ গম্বুজবিশিষ্ট রসপাল জামে মসজিদ
- দয়াময়ী মন্দির
- নরপাড়া দুর্গ
- লাউচাপড়া পিকনিক স্পট
- মুক্তিযুদ্ধে জামালপুর ১১ নং সেক্টর
- মধুটিলা ইকোপার্ক
- গান্ধী আশ্রম
জামালপুর জেলাটি বাংলাদেশের মধ্যাঞ্চলে ময়মনসিংহ বিভাগের একটি অঞ্চল। আয়তনে জামালপুর জেলাটি প্রায় ২০৩১.৯৮ বর্গ কিমি। এ জেলাটির পশ্চিমে রয়েছে যমুনা নদী, নদীর তীরবর্তী জেলাগুলো: বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলা, পূর্বে অবস্থিত শেরপুর জেলা ও ময়মনসিংহ জেলা, দক্ষিনে অবস্থিত টাঙ্গাইল জেলা এবং উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য ও গারো পাহাড়ে বিস্তৃত, তারপর কুড়িগ্রাম জেলা।
মোট ৭টি উপজেলা নিয়ে জামালপুর জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।