ক্যারিওকাইনেসিস কাকে বলে/ক্যারিওকাইনেসিস কি?

 

 

 

 

 

 

 

 

কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসে ঘটে যাওয়া সমস্ত পরিবর্তনকে সম্মিলিতভাবে ক্যারিওকাইনেসিস নামে অভিহিত করা হয়।

এটির ৪ টি পর্যায় রয়েছে:

  1. প্রফেস/prophase
  2. মেটাফেজ/metaphase
  3. এনাফেজ/anaphase
  4. টেলোফেজ/telophase

সুতরাং কোষ চক্রের সময় নিউক্লিয়াসের বিভাজন করিওকাইনেসিস নামে পরিচিত।

কিছু বৈশিষ্ট্য:

  • এটি নিউক্লিয়াসের বিভাজন, যা কোষ বিভাজনের সময় ক্রোমোসোমাল ইভেন্টগুলির একটি নির্দিষ্ট ক্রমে ঘটে।
  • এতে স্পিন্ডল গঠন এবং ক্রোমোজোমগুলির গতিশীলতা জড়িত।
  • সাইটোকেইনসিস অনুসরণ না করে এটি হতে পারে।