কুড়িগ্রাম জেলা ক্ষীরমোহন এর জন্য বিখ্যাত। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় “পাবনা ভাগ্যলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার” এ এই খাবারটি তৈরি হয়। এটি কুড়িগ্রামের ঐতিহ্যবাহী মিষ্টান্ন হিসাবে পরিচিতি লাভ করে, তাছাড়া এই মিষ্টান্নটি ঢাকাসহ সারাদেশে অনলাইনে বিক্রি হচ্ছে।
কুড়িগ্রাম জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:
- শাহী মসজিদ
- ধরলা সেতু
- স্বাধীনতার বিজয়স্তম্ভ
- মুক্তযুদ্ধের স্মৃতিফলক
- সোনাহাট স্থলবন্দর
- চান্দামারী মসজিদ
- উলিপুর মুন্সিবাড়ী
- চন্ডীমন্দির
- শাপলা চত্বর(শহীদ মিনার)
- বেহুলার চর
কুড়িগ্রাম রংপুর বিভাগের অন্তর্গত একটি জেলা, এটি আমাদের দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। আয়তনের দিক দিয়ে এ জেলাটি প্রায় ২২৪৫.০৪ বর্গ কিমি। কুড়িগ্রাম জেলাটির পশ্চিম দিকে অবস্থিত লালমনিরহাট ও রংপুর জেলা, পূর্ব দিকে অবস্থিত মেঘালয়(ভারত), দক্ষিনে রয়েছে গাইবান্ধা জেলাটি, উত্তর দিকে অবস্থিত পশ্চিমবঙ্গ(ভারত)।
মোট নয়টি উপজেলা নিয়ে কুড়িগ্রাম জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।