কক্সবাজার জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

কক্সবাজার জেলা মিষ্টিপান এর জন্য বিখ্যাত।

কক্সবাজার জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. সমুদ্র সৈকত
  2. আদিনাথ মন্দির
  3. হিমছড়ি
  4. সোনাদিয়া দ্বীপ
  5. শাহ ওমরের সমাধি
  6. ইনানী সমুদ্র সৈকত
  7. সেন্টমার্টিন দ্বীপ
  8. ছেঁড়াদ্বীপ
  9. বুদ্ধের প্যাগোডা
  10. কালারমা মসজিদ

চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কক্সবাজার জেলাটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। আমাদের দেশের সর্ব-দক্ষিনের জেলাটিই হলো কক্সবাজার। এ জেলার আয়তন প্রায় ২৪৯১.৮৬ বর্গ কিমি। কক্সবাজার জেলাটির পশ্চিমে রয়েছে বঙ্গোপসাগর, পূর্বে রয়েছে বান্দরবান জেলা, আরাকান রাজ্য(মায়ানমার) ও নাফ নদী, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এবং উত্তরে রয়েছে চট্টগ্রাম জেলা।

৮টি উপজেলা ও ৮টি থানা নিয়ে কক্সবাজার জেলাটি বিস্তৃত। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতটি আমাদের দেশের কক্সবাজারে অবস্থিত। প্রতিবছর দেশ-বিদেশী পর্যটকরা ভিড় জমায় এই মনোরম সৈকতে।