আইসোটোপ হল পরমাণু যেখানে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়।
যেহেতু পারমাণবিক সংখ্যা প্রোটনের সংখ্যার সমান এবং পারমাণবিক ভর প্রোটন এবং নিউট্রনগুলির যোগফল, সুতরাং আমরা বলতে পারি আইসোটোপগুলি একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু এদের ভর ভিন্ন।
সহজ ভাষায়, আইসোটোপগুলি একই উপাদানগুলির পরমাণু যা একই প্রোটন সংখ্যা কিন্তু বিভিন্ন ভর সংখ্যা রয়েছে। ভর সংখ্যার পার্থক্য কারণ একটি পরমাণুর বিভিন্ন নিউট্রন। একটি উপাদান অনেক আইসোটোপ থাকতে পারে।