স্নায়ু তাড়না কি বা স্নায়ু তাড়না কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

স্নায়ুর মাধ্যমে/ভেতর দিয়ে যে সংবাদ বা অনুভূতি প্রবাহিত হয় তাকেই স্নায়ু তাড়না বলে।

অর্থাৎ নিউরন নামক অতি বিশেষায়িত কোষ দ্বারা গঠিত স্নায়ুতন্ত্র যা বিভিন্ন ধরণের উদ্দীপনা সনাক্ত করতে, গ্রহণ করতে এবং প্রেরণ করতে পারে এবং দ্রুত সমন্বয়ের জন্য পয়েন্ট টু পয়েন্ট সংযোগের নেটওয়ার্ক সরবরাহ করে। যা শরীরের বিভিন্ন অংশে বার্তা প্রেরণ করে।