সুনামগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

সুনামগঞ্জ জেলা দেসবন্ধুর মিষ্টি, পাথর শিল্প, মৎস্য, ধান ও সিমেন্ট শিল্পের জন্য বিখ্যাত।

সুনামগঞ্জ জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. টাঙ্গুয়ার হাওর
  2. শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘ
  3. হাছন রাজার বাড়ি
  4. হাছনরাজা মিউজিয়াম
  5. নীলাদ্রি লেক
  6. বাগবাড়ি টিলা
  7. ডলুরা শহীদদের সমাধিসৌধ
  8. কাহালা কালীবাড়ি
  9. ধর্মপাশা জমিদারবাড়ি
  10. সেলবরষ জামে মসজিদ

সুনামগঞ্জ আমাদের দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত, এটি সিলেট বিভাগের একটি জেলা। আয়তনে এ জেলাটি প্রায় ৩৭৪৭.১৮ বর্গ কিমি। সুনামগঞ্জ জেলাটির পশ্চিমে অবস্থিত নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা, পূর্ব দিকে রয়েছে সিলেট জেলা, দক্ষিণ দিকে অবস্থিত হবিগঞ্জ জেলা এবং উত্তর দিকে রয়েছে খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়।

মোট ১২টি উপজেলা নিয়ে সুনামগঞ্জ জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।