সিরাজগঞ্জ জেলা পানিতোয়া, ধানসিড়িঁর দই ও তাঁতশিল্পের জন্য বিখ্যাত। তাছাড়া এ জেলায় বঙ্গবন্ধু যমুনা সেতু ও শাহজাদপুরের মিল্কভিটা যেটা ধেকে দেশের মানুষের চাহিদা পূরণ করে থাকে।
সিরাজগঞ্জ জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:
- চলনবিল
- নবরত্ন মন্দির
- বঙ্গবন্ধু যমুনা সেতু
- রবীন্দ্র কাচারিবাড়ি
- জয়সাগর দিঘি
- শিব মন্দির
- নবরত্ন মন্দির
- আটঘরিয়া জমিদার বাড়ী
- বাঘাবাড়ি নদীবন্দর
- হার্ড পয়েন্ট
সিরাজগঞ্জ জেলাটি রাজশাহী বিভাগের একটি অঞ্চল, এটি আমাদের দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি জেলা। আয়তনের দিক দিয়ে এ জেলাটি প্রায় ২৪৯৭.৯২ বর্গ কিমি। সিরাজগঞ্জ জেলাটির পশ্চিম দিকে অবস্থিত পাবনা জেলা, নাটোর জেলা ও বগুড়া জেলা, পূর্বে অবস্থিত টাঙ্গাইল ও জামালপুর জেলা, দক্ষিণ দিকে অবস্থিত পাবনা জেলা এবং উত্তর দিকে বগুড়া জেলাটি অবস্থিত।
মোট ৯টি উপজেলার স্বমনয়ে সিরাজগঞ্জ জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।