সাতক্ষীরা জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

 

 

সাতক্ষীরা জেলা চিংড়ি ও সন্দেশের জন্য বিখ্যাত। সাতক্ষীর জেলাটি থেকে দেশের রপ্তানীকৃত চিংড়ির প্রায় ৭০ভাগ হয়ে থাকে।

সাতক্ষীর জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. সুন্দরবন
  2. মায়ি চম্পার দরগা
  3. তেঁতুলিয়া জামে মসজিদ
  4. যিশুর গির্জা
  5. মান্দারবাড়িয়া সমুদ্রসৈকত
  6. মায়ের মন্দির
  7. নলতা শরীফ
  8. দেবহাটা থানা
  9. গুনাকরকাটি মাজার
  10. শ্যামসুন্দর মন্দির

সাতক্ষীরা জেলাটি আমাদের দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত, এটি খুলনা বিভাগের অন্তর্গত একটি অঞ্চল। আয়তনে এ জেলাটি প্রায় ৩৮৫৮.৩৩ বর্গ কিমি। সাতক্ষীরার পশ্চিমে অবস্থিত পশ্চিমবঙ্গ(ভারত), পূর্বে অবস্থিত খুলনা জেলা, দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর, এবং উত্তর দিকে রয়েছে যশোর জেলা।

মোট ৭টি উপজেলা ও ৮টি থানা নিয়ে সাতক্ষীরা জেলাটির প্রশাসনিক কার্যক্রম বিস্তৃত।