সম্পূর্ণ ফুল কাকে বলে? সম্পূর্ণ ফুলের পাঁচটি অংশ কি কি?

 

 

 

 

 

 

 

 

একটি আদর্শ ফুলের পাঁচটি স্তবকের সবগুলো উপস্থিত থাকলে তাকে সম্পূর্ণ ফুল বলে।

সম্পূর্ণ ফুলের পাঁচটি স্তবক/অংশ:

  1. পুষ্পাক্ষ
  2. বৃতি
  3. দল/পাপড়ি
  4. পূংকেশর
  5. গর্ভকেশর

যদি কোনও ফুলে এই পাঁচটি অংশের মধ্যে একটি বা দুটি অংশ না থাকে তাহলে ফুলগুলো অসম্পূর্ণ ফুল।