রেচনতন্ত্র কি বা রেচনতন্ত্র কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

রেচন বলতে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বোঝায়। যে তন্ত্র রেচন কর্যে সাহায্য করে তাকে রেচনতন্ত্র বলে। রেচন পদার্থ হলো সেইসব পদার্থ যেগুলো দেহের জন্য ক্ষতিকর ও অপ্রয়োজনীয় যেমন: নিঃশ্বাস বায়ু, ঘাম এবং মূত্র ইত্যাদি।

বিপাকের ফলে পানি, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ দেহে প্রস্তত হয়। এগুলো নিয়মিত ত্যাগ না করলে স্বাস্থ্যহানি ঘটে।

সুতরাং, মলত্যাগ পদ্ধতিতে জড়িত প্রধান অঙ্গগুলি হল কিডনি/বৃক্ক। আমাদের দেহে একটি জোড় কিডনি রয়েছে যা সর্বশেষ বক্ষ এবং তৃতীয় কটি কশেরুকারের মধ্যে অবস্থিত। ফুসফুস, সবেসাস গ্রন্থি, ঘাম গ্রন্থি সহ অন্যান্য আনুষঙ্গিক অঙ্গ রয়েছে যা আমাদের শরীর থেকে বিষাক্ত বর্জ্য অপসারণে সহায়তা করে। এটাকেই রেচনতন্ত্র বলে।