ভর সংখ্যা হলো একটি মৌলের পরমাণুতে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা।
সুতরাং, ভর সংখ্যা = প্রোটনের সংখ্যা + পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা। ভর সংখ্যাটি প্রোটনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যার যোগফল হিসাবেও সংজ্ঞায়িত হয়।
অন্যদিকে, পারমাণবিক সংখ্যাটি কেবল নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে বোঝায় তবে ভর সংখ্যাটি নিউক্লিয়াসে উপস্থিত নিউক্লিয়নের সংখ্যাকে প্রোটন এবং নিউট্রন দুটির যোগফলকে
বুঝায়।