বান্দরবান জেলা হিল জুস ও তামাক এর জন্য বিখ্যাত।
বান্দরবান জেলার ১০টি বিখ্যাত স্থান:
- নীলগিরি
- মেঘলা পর্যটন কেন্দ্র
- শৈলপ্রপাত
- নীলাচল পর্যটন কমপ্লেক্স
- বগালেক
- প্রান্তিক লেক
- চিম্বুক
- কেওক্রাডং
- স্বর্ণমন্দির
- ঋজুক জলপ্রপাত
বাংলাদেশের সবচেয়ে কম সংখ্যক জনবসতিপূর্ণ জেলা হলো বান্দরবান। বান্দরবান জেলার মোট আয়তন প্রায় ৪৪৭৯.০৩ বর্গ কিমি। সাতটি(৭) উপজেলা, সাতটি(৭) থানা নিয়ে গঠিত বান্দরবান জেলাটি।