বগুড়া জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

 

বগুড়া দই এর জন্য বিখ্যাত।

তাছাড়াও বগুড়া জেলার কিছু বিখ্যাত স্থান:
  1. মহাস্থানগড়
  2. খেড়ুয়া মসজিদ
  3. ভবানী মন্দির
  4. ভাসু-বিহার
  5. শাহ্ সুলতান বলখি মাহী সাওয়ারের মাজার
  6. মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম
  7. পাঁচপীর মাজার কাহালু
  8. ওয়ান্ডারল্যান্ড
  9. গোকুল মেধ
  10. ভীমের জাঙ্গাল

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বগুড়া জেলাটি অবস্থিত। এ জেলার পশ্চিমে নওগাঁ, পূর্বে জামালপুর ও যমুনা নদী, উত্তরে জয়পুরহাট ও গাইবান্ধা জেলা এবং দক্ষিণে সিরাজগঞ্জ জেলা অবস্থিত।

বগুড়া জেলাটির আয়তন প্রায় ২৮৯৮.২৫ কিমি বা ১১১৯.২০ বগমাইল। ১২ টি উপজেরা নিয়ে বগুাড়া জেলাটি গঠিত।