পিরোজপুর জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

 

 

পিরোজপুর জেলা নারিকেল, সুপারি, পেয়ারা, আমড়া এর জন্য বিখ্যাত।

পিরোজপুর জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. মঠবাড়িয়ার মমিন মসজিদ
  2. ডিসি পার্ক
  3. কবি আহসান হাবিব এর বাড়ি
  4. প্রচীন মসজিদ
  5. শেরে বাংলা পাবলিক লাইব্রেরি
  6. পাড়েরহাট জমিদারবাড়ি
  7. হুলারহাট নদী বন্দর
  8. স্বরুপকাঠীর পেয়ারা বাগান
  9. বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভ
  10. আটঘর আমড়া বাগান

পিরোজপুর জেলাটি বরিশাল বিভাগের একটি জেলা, এ জেলাটি আমাদের দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। আয়তনে এ জেলাটি প্রায় ১০৩৮ বর্গ কিমি। এ জেলাটির পশ্চিমে রয়েছে সুন্দরবন ও বাগেরহাট জেলা, পূর্বে অবস্থিত ঝালকাঠি ও বরগুনা জেলা, দক্ষিণে রয়েছে বরগুনা জেলা এবং উত্তরে অবস্থিতত বরিশাল ও গোপালগঞ্জ জেলা।

মোট ৭টি উপজেলা নিয়ে পিরোজপুর জেলার প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।