পাবনা জেলা ঘি, সন্দেশ এবং প্যারডাইসের প্যারা(প্যারডাইসের প্যারা একটি মিষ্টির নাম, যেটা পাবনায় পাওয়া যায়) এর জন্য বিখ্যাত।
পাবনা জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:
- ঈশ্বরদী বিমানবন্দর
- ভাঁড়ারা শাহী মসজিদ
- তাড়াশ বিল্ডিং
- জোড় বাংলা মন্দির
- ক্ষেতুপাড়া জমিদার বাড়ী
- অনুকূল ঠাকুর টেম্পল
- চলনবিলের সূর্যাস্ত
- লালন শাহ সেতু
- কৃষি গবেষণা ইন্সটিটিউট
- গাজনার বিল
পাবনা আমাদের দেশের রাজশাহী বিভাগের একটি অঞ্চল, আয়তনের দিক দিয়ে এ জেলাটি প্রায় ২৩৭১.৫০ বর্গ কিমি। পাবনা জেলাটির পশ্চিম দিকে অবস্থিত নাটোর জেলা, পূর্ব দিকে রয়েছে যমুনা নদী, দক্ষিণ দিকে রয়েছে পদ্মা নদী, উত্তরে রয়েছে সিরাজগঞ্জ জেলা।
মোট ৯টি উপজেলা নিয়ে পাবনা জেলাটির প্রশাসনিক এলাকাা বিস্তৃত।