নোয়াখালী জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

 

নোয়াখালী জেলা নারকেল নাড়ু, ম্যাড়া পিঠা ও খোলাজা পিঠার জন্য বিখ্যাত।

নোয়াখালী জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থন:

  1. নিঝুম দ্বীপ
  2. কমলা রাণীর দীঘি
  3. কল্যান্দী সার্বজনীন দুর্গা মন্দির
  4. মাইজদী কোর্ট বিল্ডিং দীঘি
  5. কল্যান্দি জমিদার বাড়ি
  6. গান্ধী আশ্রম
  7. মহাত্মা গান্ধী জাদুঘর
  8. বজরা শাহী জামে মসজিদ
  9. স্বর্ণ দ্বীপ
  10. গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, সোনাইমুড়ী

চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত নোয়াখালী জেলাটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল জুড়ে বিস্তৃত। আয়তনে এ জেলাটি প্রায় ৪২০২.৭০ বর্গ কিমি। নোয়াখালী জেলার পশ্চিমে রয়েছে লক্ষীপুর ও ভোলা জেলা, পূর্বে অবস্থিত চট্টগ্রাম ও ফেনী জেলা, উত্তরে রয়েছে কুমিল্লা জেলা এবং দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগর।

নোয়াখালীর পূর্ববর্তী নাম ছিল ভুলুয়া। এ জেলাটি ৯টি উপজেলা ও ৯টি থানা নিয়ে বিস্তৃত।