নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত জেনে নিন?

 

 

 

 

 

 

 

 

নওগাঁ জেলা চাল ও সন্দেশ এর জন্য বিখ্যাত, তাছাড়াও কসুম্বা মসজিদ ও রঘুনাথ মন্দির এই দুটি স্থানের জন্য বিখ্যাত।

নওগাঁ জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. বলিহার রাজবাড়ী
  2. কসুম্বা মসজিদ
  3. পতিসর রবীন্দ্র কাচারিবাড়ি
  4. পাহাড়পুর বৌদ্ধবিহার
  5. জগদলবাড়ী
  6. দিব্যক জয়সত্মম্ভ
  7. দুবলহাটি জমিদারবাড়ি
  8. জবই বিল
  9. ভীমের পানটি
  10. আলতাদীঘি জাতীয় উদ্যান

নওগাঁ জেলাটি আমাদের দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত, এটি রাজশাহী বিভাগের অন্তর্গত একটি জেলা। আয়তনে এ জেলাটি প্রায় ৩৪৩৫.৬৭ বর্গ কিমি। এ জেলার পশ্চিমে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও মালদহ(ভারত), পূর্বে অবস্থিত জয়পুরহাট জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে অবস্থিত রাজশাহী ও নাটোর জেলা এবং উত্তরে অবস্থিত দক্ষিণ দিনাজপুর(ভারত)।

মোট ১১টি উপজেলা নিয়ে নওগাঁ জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।