ঝালকাঠি জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

 

 

 

ঝালকাঠি জেলা লবন ও আটা এর জন্য বিখ্যাত।

ঝালকাঠি জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. ধানসিঁড়ি নদী
  2. সুজাবাদের কেল্লা
  3. গাবখান সেতু
  4. নুরুল্লাপুর মঠ
  5. মাদাবর মসজিদ
  6. সিভিল কোর্ট ভবন
  7. কীর্তিপাশা জমিদারবাড়ী
  8. পোনাবালিয়া মন্দির
  9. চায়না কবর
  10. কামিনী রায়ের বাড়ি

ঝালকাঠি জেলা বরিশাল বিভাগের একটি জেলা, এটি আমাদের দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এ জেলার মোট আয়তন ৭৩৫.০৯ বর্গ কিমি। ঝালকাঠি জেলার পশ্চিমে অবস্থিত পিরোজপুর জেলা, পূর্বে রয়েছে বরিশাল জেলা, দক্ষিণে অবস্থিত বরগুনা জেলা এবং উত্তরে বরিশাল জেলা অবস্থিত।

মোট ৪টি উপজেলঅ নিয়ে ঝালকাঠি জেলার প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।