জয়পুরহাট জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

 

জয়পুরহাট জেলা চটপটি(খাবার) এর জন্য বিখ্যাত। তাছাড়া এ জেলাটির প্রধান শস্য ফসল হলো: ধান, আলু, ইক্ষু, কলা ও লতিরাজ।

জয়পুরহাট জেলাটির ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. গোপীনাথপুর মন্দির
  2. আছরাঙ্গা দীঘী
  3. পাথরঘাটা মাজার
  4. আক্কেলপুরের বদ্ধভুমি
  5. নান্দাইল দীঘি
  6. বাস্তবপুরী
  7. লকমা রাজবাড়ী
  8. দুওয়ানী ঘাট
  9. শিশু উদ্যান
  10. পাথরঘাটা নিমাই পীরের মাজার

জয়পুরহাট জেলাটি আমাদের দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এ অবস্থিত একটি অঞ্চল, এটি রাজশাহী বিভাগের অন্তর্গত একটি জেলা। আয়তনে এ জেলাটি প্রায় ৯৬৫.৪৪ বর্গ কিমি। জয়পুরহাট জেলাটির পশ্চিমে অবস্থিত নওগাঁ জেলা ও ভারতের সীমান্ত এলাকা, পূর্বে অবস্থিত বগুড়া ও গাইবান্ধা জেলা, দক্ষিণে অবস্থিত বগুড়া ও নওগাঁ জেলা, উত্তর দিকে রয়েছে গাইবান্ধা ও দিনাজপুর জেলা। এ জেলার নামকরণ করা হয় পাল সাম্রাজ্যের রাজা জয়পাল এর নামানুসারে।

মোট ৫টি উপজেলা নিয়ে এ জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।