চাঁপাইনবাবগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্য বিখ্যাত(এ জেলাকে বাংলাদেশের আমের রাজধানী হিসেবেও পরিচিত জনমুখে) তাছাড়াও শিবগঞ্জের চমচম ও কলাইয়ের রুটি এর জন্য বিখ্যাত।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ১০টি বিখ্যাত বা দর্শণীয় স্থান:

  1. নীলকুঠি
  2. চামচিকা মসজিদ
  3. ছোট সোনা মসজিদ
  4. বালিয়াদীঘি
  5. তরতীপুর
  6. দাফেউল বালা
  7. হযরত বুলন শাহর (রহ.) মাজার
  8. স্বপ্ন পল্লী পার্ক
  9. মহানন্দা নদী
  10. বাবুডাইং

চাঁপাইনবাবগঞ্জ জেলাটি আমাদের দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি অঞ্চল, এটি রাজশাহী বিভাগের অন্তর্গত একটি জেলা। আয়তনে এ জেলাটি প্রায় ১৭০২.৫৬ বর্গ কিমি। চাঁপাইনবাবগঞ্জ জেলাটির পশ্চিমে রয়েছে পদ্মা নদী ও মালদা জেলা(ভারত), পূর্বে রয়েছে রাজশাহী জেলা ও নওগাঁ জেলা, দুক্ষিণে অবস্থিত পদ্মা ও মুর্শিদাবাদ জেলা(ভারত), উত্তরে অবস্থিত মালদহ জেলা(ভারত)।

মোট ৫টি উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।