গোপালগঞ্জ জেলা বাদাম,পাট ও তরমুজের(এ জেলায় এ পণ্যগুলো উৎপাদন হয় বেশি) জন্য বিখ্যাত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ জেলাতে।
গোপালগঞ্জ জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:
- বঙ্গবন্ধু সমাধিসৌধ
- দিঘলীয়া দক্ষিণা কালী বাড়ি
- মধুমতি নদী
- কোর্ট মসজিদ
- অন্যন্যা চন্দ্র ঘাট
- বিলরুট ক্যানেল
- সেন্ট মথুরানাথের সমাধি
- চন্দ্রা ভর্মা ফোর্ট
- হিরন্যকান্দী আমগাছ
- গোপালগঞ্জের চান্দার বিল
ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত গোপালগঞ্জ জেলাটি বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত। এ জেলাটির আয়তন প্রায় ১৪৬৮.৭৪ বর্গ কিমি। গোপালগঞ্জের পশ্চিমে রয়েছে নড়াইল ও মাগুরা জেলা, পূর্বে রয়েছে মাদারিপুর ও বরিশাল জেলা, দক্ষিণে রয়েছে পিরোজপুর ও বাগেরহাট জেলা এবং উত্তরে অবস্থিত ফরিদপুর জেলা।
৫টি উপজেলা নিয়ে এ জেলাটি বিস্তৃত। এ জেলায় মধুমতি নদী রয়েছে।