গাইবান্ধা জেলা রসমঞ্জরী এর জন্য বিখ্যাত। রসমঞ্জরী হলো গাইবান্ধা জেলার বিখ্যাত মিষ্টি। এটি খুবই জনপ্রিয় একটি খাবার গাইবান্ধা জেলায়।
গাইবান্ধা জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:
- নলডাঙ্গার জমিদার বাড়ী
- বর্ধনকুঠি
- বালাসী ঘাট
- রাজা বিরাট প্রাসাদ
- প্রাচীন মাস্তা মসজিদ
- ড্রীমল্যান্ড
- পাকড়িয়া বিল
- ফ্রেন্ডশিপ সেন্টার
- তিস্তা নদী
- বাঙালি নদী
গাইবান্ধা জেলাটি আমাদের দেশের উত্তরাঞ্চলে অবস্থিত, এটি রংপুর বিভাগের অন্তর্গত একটি জেলা। আয়তনে এ জেলাটি প্রায় ২১৭৯.২৭ বর্গ কিমি। গাইবান্ধা জেলাটির পশ্চিম দিকে অবস্থিত রংপুর জেলা, দিনাজপুর জেলা ও জয়পুর জেলা, পূর্ব দিকে রয়েছে জামালপুর জেলা, যমুনা ও তিস্তা নদী, দক্ষিণে রয়েছে বগুড়া জেলা ও জয়পুরহাট জেলা এবং উত্তর দিকে কুড়িগ্রাম জেলা ও রংপুর জেলাটি অবস্থিত।
মোট ৭টি উপজেলা নিয়ে গাইবান্ধা জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।