ক্রোমোজোম হল জীবনের মূল বিল্ডিং ব্লক যেখানে কোনও জীবের পুরো জিনোমগুলি মূলত ডিএনএ আকারে সঞ্চিত থাকে যা জীবের তৈরি প্রতিটি কোষের অভ্যন্তরে উপস্থিত থাকে। অর্থাৎ বংশগতির প্রধান উপদান হলো ক্রোমোজোম।
সুতরাং, ক্রোমোজোম হল একটি সংগঠিত কমপ্যাক্ট কাঠামো যা একটি জীবন্ত প্রাণীর ডিএনএ (জিনের আকারে জিনগত তথ্য বহন করে) ধারণ করে । ক্রোমোজোমগুলি ডিএনএ দ্বারা তৈরি এবং এতে অনেকগুলি জিন থাকে। ক্রোমোজোমগুলি কোষের নিউক্লিয়াসে উপস্থিত থাকে। মানুষের মধ্যে ২৩ জোড়া ক্রোমোজোম পুরো জিনগত তথ্য বহন করে।
ক্রোমোজোমের কাজ হলো মাতা-পিতা হতে জিন সন্তান-সন্তিতিতে নিয়ে যাওয়া। অনেক সন্তানরা তাদের বাবা-মায়ের কিছু বৈশিষ্ট্য বহন করে থাকে যেমন: চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি। ক্রোমোজোম এর প্রধান কাজ হল বংশগত উপাদানগুলি প্রজন্মের পর প্রজন্ম থেকে স্থানান্তর করা।
ক্রোমোজোম এর প্রকারভেদ:
প্রধান চারটি ক্রোমোজোমের নাম দেওয়া হলোঃ
- Metacentric Chromosomes
- Submetacentric Chromosomes
- Acrocentric Chromosomes
- Telocentric Chromosomes