উদ্ভিদে বংশ বৃদ্ধি সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর একনজরে দেখে নিনঃ
১. একটি গুচ্ছ ফলের উদাহরণ দাও?
উত্তর: আকন্দ।
২. মিষ্টি আলুর প্রজনন ঘটে কি দ্বারা?
উত্তর: মূল দ্বারা।
৩. কোন ফুল বর্ণহীন এবং পরাগরেণু হালকা?
উত্তর: ধান।
৪. কলা কোন ধরনের ফল?
উত্তর: রসালো ফল।
৫. প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়—সেই উদ্ভিদের একটি নাম কি?
উত্তর: আলু।
৬. অফসেটের মাধ্যমে প্রজনন হয় কোনটির?
উত্তর: টোপাপানা।
৭. কোন ফুল আকারে বড় এবং আকর্ষণীয় রংয়ের হয়?
উত্তর: শিমুল ফুল।
৮. মধূগ্রন্থিহীন ফুলের একটি নাম কি?
উত্তর: ধান।
৯. স্টোলন এর একটি উদাহরণ দাও?
উত্তর: পুদিনা।
১০. নীরস ফলের একটি উদাহরণ দাও?
উত্তর: সরিষা।
১১. প্রাণিরাগী একটি ফুলের উদাহরণ দাও?
উত্তর: শিমুল্
১২. সেগুন উদ্ভিদের প্রজনন হয় কোনটির সাহায্যে?
উত্তর: মূলের সাহায্যে।
১৩. রাইজোম এর একটি উদাহরণ দাও?
উত্তর: আদা।
১৪. পটল কিসের মাধ্যমে প্রজনন হয়?
উত্তর: মূলের মাধ্যমে।
১৫. নিষিক্তকরণের পর কোনটি ফলে পরিণত হয়?
উত্তর: গর্ভাশয়।
১৬. বায়ুরাগী ফুলের একটি উদাহরণ দাও?
উত্তর: ধান।
১৭. যে গাছের ফুলের গর্ভমুন্ড আঠালো ও পালকের ন্যায় সে গাছের পরাগায়ন কোনটি দ্বারা হয়?
উত্তর: বায়ু।
১৮. কোন উদ্ভিদের শাখাকাণ্ড বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ উৎপন্ন করে?
উত্তর: কচুরিপানা।
১৯. নিষিক্তকরণ প্রক্রিয়ায় যে পুংগ্যামেটটি স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হয় না সেটি কিসে পরিণত হয়?
উত্তর: শস্যকণায়।
২০. ফুলের সবচেয়ে বাহিরের স্তবককে কি বলে?
উত্তর: বৃতি।
২১. কচুর প্রজনন অঙ্গ কোনটি?
উত্তর: স্টোলন।
২২. পাতার কিনারায় সৃষ্ট মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় কোন উদ্ভিদে?
উত্তর: পাথরকুচি।
২৩. কোন উদ্ভিদ স্টোলনের সাহায্যে বংশবিস্তার করে?
উত্তর: পুদিন।
২৪. রসুনে কোন ধরনের জনন ঘটে?
উত্তর: কন্দ।
২৫. কোনটির মাধ্যমে মিষ্টি আলুর প্রজনন হয়?
উত্তর: মূল।
২৬. টিউবার প্রকৃতির উদ্ভিদের একটি উদাহরণ দাও?
উত্তর: আলু।
২৭. বীজত্বকের বাইরের স্তরকে কি বলে?
উত্তর: টেস্টা।
২৮. পিঁয়াজ কোন ধরনের রূপান্তরিত কাণ্ড?
উত্তর: কন্দ।
২৯. পাথরকুচি কিসের মাধ্যমে বংশ বৃদ্ধি করে?
উত্তর: পাতা।
৩০. গর্ভমুণ্ড আঠাল, শাখান্বিত, ফুল বর্ণ ও গন্ধহীন। এ বৈশিষ্টগুলো কোন ফুলে বিদ্যমান?
উত্তর: ধান।
৩১. যে ফলের ফলত্বক পুরু এবং রসাল তাকে কি ফল বলে?
উত্তর: রসাল ফল।
৩২. যৌগিক ফলের একটি উদাহরণ দাও?
উত্তর: আনারস।
৩৩. একটি সম্পূর্ণ ফুলের কয়টি অংশ থাক?
উত্তর: ৫টি অংশ।
৩৪. স্ব-পরাগায়ন হয় কোন ফুলে?
উত্তর: কুমড়া।
৩৫. উদ্ভিদের দেহ থেকে পানি বাষ্পাকারে বেরিয়ে যাওয়াকে কি বলে?
উত্তর: প্রস্বেদন।
৩৬. ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত কি?
উত্তর: পরাগায়ন।
৩৭. মৃদগত অঙ্কুরোদগমে প্রথমে কোনটি বের হয়?
উত্তর: ভ্রূণমূল।
৩৮. ভ্রূণ কয়টি অংশের স্বমন্বয়ে গঠিত হয়?
উত্তর: ৩টি।
৩৯. বীজের সুচাল অংশের নিকটস্থ ছিদ্রটি হলো?
উত্তর: মাইক্রোপাইল।
৪০. কিসের ভেতর ডিম্বাণু সুষ্টি হয়?
উত্তর: ভ্রূণথলি।
৪১. পুংগ্যামেটের পাশে কোনটি যুক্ত থাকে?
উত্তর: সেকেন্ডারি নিউক্লিয়াস।
৪২. কোনটি সৃষ্টি নিষিক্তকরণের পূর্বশর্ত?
উত্তর: গ্যামেট।
৪৩. কোথায় স্ত্রী জননকোষ সৃষ্টি হয়?
উত্তর: ডিম্বকে।
৪৪. পাপড়ির মূল কাজ কি?
উত্তর: পরাগায়ন ঘটানো।
৪৫. নিম্নশ্রেণির উদ্ভিদে কোনটি উৎপাদনের মাধ্যমে প্রজনন ঘটে?
উত্তর: অণুবীজ।
৪৬. কোন উদ্ভিদের ক্ষেত্রে শাখা কলম কার্যকর?
উত্তর: গোলাপ।
৪৭. ফুলের সবচেয়ে বাইরের অংশের নাম কি?
উত্তর: বৃতি।
৪৮. ফুলের প্রতিটি অংশকে কি বলে?
উত্তর: স্তবক।
৪৯. ফুলের কোন অংশটি সালোকসংশ্লেষণে অংশ নেয়?
উত্তর: বৃতি।
৫০. পরাগায়ন কয় প্রকার?
উত্তর: ২ প্রকার।
৫১. কন্দের কোন অঙ্গ থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়?
উত্তর: শীর্ষ মুকুল।
৫২. কোন উদ্ভিদে অসংখ্য অণুবীজ থলি থাকে?
উত্তর: মিউকর।
৫৩. মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে কোনটি?
উত্তর: রাইজোম।
৫৪. ফল ও বীজ উৎপাদনের পূর্বশর্ত কি?
উত্তর: পরাগায়ন।
৫৫. পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য কি?
উত্তর: এরা রঙিন মধূ গ্রন্থিযুক্ত হয়।
৫৬. চালতার কোন অংশ ফলে পরিণত হয়?
উত্তর: পুষ্পাক্ষ।
৫৭. পরাগরেণু কোথায় উৎপন্ন হয়?
উত্তর: পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়।
৫৮. এপিকোটাইল কি?
উত্তর: বীজের ভ্রূণকান্ডের নিচের অংশই হচ্ছে এপিকোটাইল।
৫৯. বৃতি কি বা বৃতি কাকে বলে?
উত্তর: ফুলের সর্ব বাহিরের স্তবকই হলো বৃতি।
৬০. মৃৎভেদী অঙ্কুরোদগম কাকে বলে?
উত্তর: যখন বীজপত্রসহ ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে তখন তাকে মৃদভেদী অঙ্কুরোদগম বলে।