অভিকর্ষজ ত্বরণ কি বা অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

অভিকর্ষজ ত্বরণ বলতে অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর ত্বরণকে বুঝায়, অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।

মহাকর্ষের কারণে অভিকর্ষজ ত্বরণ বা ত্বরণ হল সম্পূর্ণ মাধ্যাকর্ষণ প্রভাবের অধীনে কোনও বস্তুর বেগের পরিবর্তনের হার।

অভিকর্ষজ ত্বরণকে g দ্বারা প্রকাশ করা হয়। এর একক হলো মিটার/সেকেন্ড²। অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। এটি পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে।

অভিকর্ষজ/মাধ্যাকর্ষণ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠ থেকে চাঁদের পৃষ্ঠে পরিবর্তিত হয়। চাঁদের পৃষ্ঠের মাধ্যাকর্ষণ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠের ছয় ভাগের এক ভাগ।

 

অভিকর্ষজ/মাধ্যাকর্ষণ ত্বরণটি ভ্যাকুয়াম চেম্বারে কোনও বস্তুকে ফেলে দিয়ে এবং বস্তুর ত্বকের গতি বাড়ানোর সাথে সাথে সময়ের ক্রিয়া হিসাবে গতি পরিমাপ করে পরিমাপ করা যেতে পারে।