শরীয়তপুর জেলা বিবিখানা পিঠার জন্য বিখ্যাত।
শরীয়তপুর জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:
- সুরেশ্বর দরবার শরীপ
- বুড়ির হাট মসজিদ
- পন্ডিত সাগর
- কার্তিকপুর জমিদার বাড়ি
- শিবলিঙ্গ
- মহিষারের দীঘি
- মডার্ন ফ্যান্টাসি কিংডম
- আলুর বাজার ফেরিঘাট
- রজনগর
- ধানুকার মনসা বাড়ি
শরীয়তপুর জেলাটি ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা, এটি বাংলাদেশের মধ্যাঞ্জলের একটি অঞ্চল। আয়তনে এ জেলাটি প্রায় ১৩৬৩.৭৬ বর্গ কিমি। শরীয়তপুর জেলাটির পশ্চিম দিকে রয়েছে মাদারিপুর জেলা, পূর্ব দিকে রয়েছে চাঁদপুর জেলা, দক্ষিণে অবস্থিত বরিশাল জেলা এবং উত্তরে রয়েছে মুন্সীগঞ্জ জেলাটি।
এ জেলাটিতে মোট ৬টি উপজেলা এবং ৭টি থানা নিয়ে এর প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।