যোজনী কাকে বলে বা যোজনী কি?

 

 

 

 

 

 

 

অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তার সংখ্যাকে যোজনী বলে। সুুতরাং কোনো মৌলের যোজনী হলো ঐ মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত তার সংখ্যা।

কিছু কিছু মৌলের একধিক যোজনী থাকতে পারে। যথা: সালফার এর যোজনী ২ ও ৪। আয়রন এর যোজনী ২ ও  ৩।