মেহেরপুর জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

মেহেরপুর জেলা মিষ্ট সাবিত্রি, রসকদম্ব ও আমড়া এর জন্য বিখ্যাত। তাছাড়াও মেহেরপুরে সুস্বাদু আমের সুনাম রয়েছে।

মেহেরপুর জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স
  2. পৌর ঈদগাহ
  3. মেহেরপুর পৌর কবরস্থান
  4. আমঝুপি নীলকুঠি
  5. ভবানন্দপুর মন্দির
  6. সিদ্ধেশ্বরী কালীমন্দির
  7. ভাটপাড়ার নীলকুঠি
  8. সাহারবাটি
  9. বল্লভপুর চার্চ
  10. ভৈরব নদী

মেহেরপুর জেলাটি আমাদের দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অঞ্চল, এটি খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা। আয়তনে এ জেলাটি প্রায় ৭৫১.৬২ বর্গ কিমি। মেহেরপুরের পশ্চিমে অবস্থিত পশ্চিমবঙ্গ(ভারত), পূর্বে অবস্থিত কুষ্টিয়া জেলা ও চুয়াডাঙ্গা জেলা, দক্ষিণে অবস্থিত চুয়াডাঙ্গা জেলা ও পশ্চিমবঙ্গ(ভারত) এবং উত্তরে অবস্থিত কুষ্টিয়া ও পশ্চিমবঙ্গ(ভারত)।

মোট ৩টি উপজেলা ও ১৮টি ইউনিয়ন নিয়ে মেহেরপুর জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।