ফল কাকে বলে? প্রকৃত ফল ও অপ্রকৃত ফল সম্পর্কে জেনে নিন?

 

 

 

 

 

 

 

 

ফুলের গর্ভাশয় নিষিক্ত, পরিপুষ্ট ও পরিণত হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে। অর্থাৎ নিষিক্তকরণ প্রক্রিয়া গর্ভাশয়ে যে উদ্দীপনা সৃষ্টি করে তার কারণে ধীরে ধীরে গর্ভাশয়টি ফলে পরিণত হয়।

প্রকৃত ফলঃ শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে। যেমন: আম, কাঁঠাল।

অপ্রকৃত ফলঃ গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয় তখন তাকে অপ্রকৃত ফল বলে। যেমন: আপেল, চালতা ইত্যাদি।

প্রকৃত ও অপ্রকৃত ফলকে ৩ভাগে ভাগ করা যায়ঃ

  1. সরল ফল(সরল ফল দুই প্রকার: রসাল ফল, নীরস ফল)
  2. গুচ্ছ ফল
  3. যৌগিক ফল