পটুয়াখালী জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

 

পটুয়াখালী জেলার বিখ্যাত খাবার মহিষের দই, বাপ্পি এবং কুয়াকাটা জন্য বিখ্যাত।

পটুয়াখালী জেলার ১০ বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. প্রকৃতির অপরুপ সৌন্দর্যে ঘেরা কুয়াকাটা
  2. কুয়াকাটা সমুদ্র সৈকত
  3. সোনারচর
  4. কাজলার চর
  5. পায়রা বন্দর
  6. কানাই বলাই দিঘী
  7. পানি জাদুঘর
  8. শৌলা পার্ক
  9. মদনপুরার মৃৎশিল্প
  10. মজিদবাড়িয়া মসজিদ

পটুয়াখালী জেলাটি বরিশাল বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল, এটি আমাদের দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। আয়তনে এ জেলাটি প্রায় ৩২২০.১৫ বর্গ কিমি। পটুয়াখালী জেলার পশ্চিমে অবস্থিত বরগুনা জেলা, পূর্বে রয়েছে ভোলা জেলা, দক্ষিণে অবস্থিত বৃহত্তম বঙ্গোপসাগর এবং উত্তরে অবস্থিত বরিশাল জেলা।

মোট ৮টি উপজেলা নিয়ে পটুয়াখালী জেলার প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।