পঞ্চগড় জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

 

পঞ্চগড় জেলা বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও বাংলাবান্ধা স্থল বন্দর এর জন্য বিখ্যাত, তাছাড়াও এ জেলাটিকে নদী বেষ্টিত জেলা বলা হয় কারন প্রায় ২৩টি নদী রয়েছে পঞ্চগড়ে। এ জেলাটি আমাদের দেশের সবচেয়ে উত্তরে অবস্থিত একটি অঞ্চল।

পঞ্চগড় জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. মহারাজার দিঘী
  2. গোলকধাম মন্দির
  3. তেঁতুলিয়া ডাকবাংলো
  4. রকস মিউজিয়াম
  5. ভিতরগড়
  6. বার আউলিয়ার মাজার
  7. পঞ্চগড় এর এশিয়ান হাইওয়ে
  8. মিরগড়
  9. মহারাণী বাঁধ
  10. করতোয়া নদী

পঞ্চগড় জেলাটি আমাদের দেশের সর্ব উত্তর দিকে অবস্থিত। আয়তনে এ জেলাটি প্রায় ১৪০৪.৬২ বর্গ কিমি। মোট ৫টি উপজেলার সমন্বয়ে পঞ্চগড় জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।